বিজয়নগরে বিপুল ইয়াবাসহ তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। আটক তরুণী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চান্দুরা থেকে সিঙ্গারবিলগামী পাকা রাস্তার মির্জাপুর আব্দুর রহমান স্টোরের সামনে থেকে ওই তরুণীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই তরুণী এবং অজ্ঞাতনামা আরও ১-২ জন সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)