সিরাজগঞ্জ কারাগারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি
সিরাজগঞ্জ জেলা কারাগারে আব্দুল মমিন নামের গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল মমিন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পার পাচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘২০২০ সালের ১৬ আগস্ট একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন আব্দুল মমিন। গতকাল রোববার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ