যশোরে তাঁতী লীগের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
যশোরে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরে নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকানে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান কাকন শহরের বারান্দিমোল্লাপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা। ২০১৮ সালের নভেম্বরে জেলা তাঁতী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তিনি ওই কমিটির সদস্য সচিব ছিলেন।
অভিযোগ রয়েছে, কাকন তাঁতী লীগের নেতা পরিচয়ে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করে শহরে বিতর্কিত হয়েছিলেন। যশোর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
কাকনের ছোট ভাই রিফাত বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সেখানে থাকা লোকজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

সাইফুল ইসলাম সজল, যশোর