মায়ের সৎকার শেষে ফেরার পথে দুই মেয়ের মৃত্যু
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মায়ের মৃত্যুর পর একই দিনে দুই মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমারপাড়া খলিফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
মৃত দুই বোন হলেন চৈতি রানি (৩০) ও স্বরজনি বালা (৫০)।
চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, গতকাল বার্ধক্যজনিত কারণে মারা যান ওই এলাকার রাম কিশোরের স্ত্রী পঞ্চমী (৯০)। পরে তাঁকে দেখতে তাঁর ছয় মেয়েসহ স্বজনরা বাসায় আসে। বিকেলে ওই বৃদ্ধার লাশ বাড়ির পাশের শ্মশানে সৎকার করা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে পঞ্চমীর ছোট মেয়ে চৈতি বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যান। মাইক্রোবাসে করে তাঁকে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যাওয়ার পথে তাঁর বড় বোন স্বরজনি বালাও বুকে ব্যথা অনুভব করেন এবং একইভাবে অজ্ঞান হয়ে পড়েন। দুই বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চৈতি ও স্বরজনিকে মৃত ঘোষণা করেন।
চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জাকারিয়া হাবিব জানান, বৃদ্ধা পঞ্চমী মারা যাওয়ার পর তাঁর মেয়েরা খুব কান্না-কাটি করেছিলেন। শোক সহ্য করতে না পেরে তাঁদের মৃত্যু হতে পারে।
মৃত বৃদ্ধার নাতি কামিনী কুমার রায় বলেন, ‘ছোট পিসি (চৈতি) অসুস্থ হয়ে পড়লে তাঁকে মাইক্রোবাসে ঠাকুরগাঁও নিয়ে যাচ্ছিলাম। বড় পিসিও (স্বরজনি) গাড়িতে ছিলেন। ছোট পিসিকে দেখে এক সময় বড় পিসিও অসুস্থ হয়ে পড়েন। দুজনকে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাকিবুল আলম বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। তাঁদের হৃদরোগ থাকতে পারে। মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেও এমনটি হতে পারে।’
আজ বুধবার সকালে পঞ্চমীর দুই মেয়ের স্বামীর বাড়ির এলাকায় সৎকার সম্পন্ন হয়েছে। মায়ের পর একই দিনে দুই মেয়ের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)