প্রকাশিত ছবির প্রতিবাদ
এনটিভি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে ভুল ছবি সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “গত ১৯ নভেম্বর-২০২১ তারিখে ‘সীতাকুণ্ডে হাইওয়ে থানার ওসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা’ শিরোনামে প্রকাশিত রিপোর্টের প্রতি পুলিশ হেড কোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। রিপোর্টটিতে সংশ্লিষ্ট কর্মকর্তার ছবির পরিবর্তে চট্টগ্রাম রেঞ্জের বর্তমান ডিআইজি মো. আনোয়ার হোসেন মহোদয়ের ছবি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী, অন্যায্য ও অনভিপ্রেত।’
‘এনটিভি’র মতো একটি পেশাদার মিডিয়া হাউসের কাছ থেকে এ ধরনের অপেশাদারিত্ব পুলিশ হেড কোয়ার্টার্স কখনও প্রত্যাশা করে না। পুলিশ হেড কোয়ার্টার্স এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে’, যোগ করা হয় চিঠিতে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, ‘বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং এ বাহিনীর পেশাদার কোনো সদস্য সম্পর্কে কোনো ধরনের সংবাদ বা ছবি প্রকাশ/ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে পুলিশ হেড কোয়ার্টার্সের মিডিয়া শাখার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।’
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি যথাযথ গুরুত্ব সহকারে প্রতিবাদ প্রকাশের আহ্বানও জানানো হয়।
অনলাইনের বক্তব্য
‘অনাকাঙ্ক্ষিতভাবে’ ভুল ছবি প্রকাশের অল্প সময়ের মধ্যেই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয় এবং তাৎক্ষণিকভাবে ছবিটি সংশোধন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আমরা সচেষ্ট থাকব।
এনটিভি অনলাইন সব সময়ই বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে। আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক