ঝিনাইদহের মহেশপুরে ৩২ পিস স্বর্ণের বারসহ আটক ১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকালে সীমান্তের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি কে নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গ্রামে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যশোরের চৌগাছা এলাকা থেকে স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে। একটি মোটরসাইকেল চড়ে ওই স্বর্ণ বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। সন্দেহজনক মোটরসাইকেল চালক ইমাম হোসেনকে আটক করে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৩২টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৭শ ১৯ গ্রাম। মূল্য আনুমানিক ২ কোটি ৬৪ লাখ ৫শ টাকা। এর আগেও ৫৮ বিজিবি কয়েকটি স্বর্ণের বার জব্দ করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্নেল শাহীন আজাদ।

মিজানুর রহমান, ঝিনাইদহ