ঈশ্বরদীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে পুকুর থেকে মীর সাইদুল ইসলাম সবুজ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ঈশ্বরদী শহরের রেলগেট সংলগ্ন পাতিবিল (তিনকোণা) পুকুরে ভাসমান মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
নিহত সবুজ শহরের হাসপাতাল রোড এলাকার মৃত মীর আব্দুর রহিম মান্নানের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনোর ছোট ভাই। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সবুজের ভাই মীর জহুরুল হক পুনো জানান, ২০০৩ সাল থেকে সবুজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি বিয়ে করলেও স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার পেতেছেন। তার একটি ছেলে সন্তান পাবনা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে।
পুনো বলেন, সবুজ আমার কাছেই ছিল। তবে প্রায় দেড় মাস বাড়িতে আসেনি। শুনেছি বোনদের বাড়িতে বাড়িতে থাকত। তা ছাড়া সে সাঁতার জানত না। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যেতে পারে। সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং হেরোইন সেবন করত বলে এলাকাবাসী জানিয়েছে। যে কারণে স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি লুঙ্গি রেখে গামছা পড়ে পুকুরে নামে। সাঁতার না জানলে পুকুরে নামল কেন? সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা