অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ ডিসেম্বর
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।
অভিযোগ গঠন উপলক্ষে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আজ সোমবার সকালে আদালতে হাজির করে পুলিশ। পরে আগামী ৮ ডিসেম্বর এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন নির্ধারণ করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের মনোনীত আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, অভিযোগ গঠনের জন্য বাদী ও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। এ ছাড়া আসামিপক্ষও অভিযোগ গঠনের জন্য সময় প্রার্থনা করেন। তাই আদালত আগামী ৮ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন।
আইনজীবী আরো বলেন, আজ অপ্রাপ্তবয়স্ক চার আসামির জন্য জামিনের আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
এর আগে মামলার ধার্য তারিখ থাকায় গতকাল রোববার রাতে ৯টার দিকে যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১৩ আসামিকে বরগুনার উদ্দেশে পাঠানো হয়। পুলিশ হেফাজতে আজ সোমবার সকালে আসামিরা বরগুনা পৌঁছে। এরপর সকাল ১০টার দিকে বরগুনা কারাগারে থাকা এক আসামি ও যশোর থেকে আসা ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও রিফাত ফরাজী। তাদের সহযোগিতা করে সঙ্গীরা। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; এ দুইভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।
এ মামলার অভিযোগভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

সোহেল হাফিজ, বরগুনা