যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আরও ৬ দেশ
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বড় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ছয় দেশ। ফলে এই দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। খবর বার্তা সংস্থা এএফপির।
আরও পড়ুন : বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
নতুন করে পূর্ণাঙ্গ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো- বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত পাসপোর্টধারীরা। এছাড়া পূর্বে আংশিক নিষেধাজ্ঞার আওতায় থাকা লাওস ও সিয়েরা লিওনকে এখন পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।
অন্যদিকে নাইজেরিয়া, তানজানিয়া ও জিম্বাবুয়েসহ আরও ১৫টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বিদেশে স্ক্রিনিং ও যাচাইকরণ ব্যবস্থায় ব্যর্থতা, উচ্চ ভিসার মেয়াদ-উত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করার হার, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপের ঝুঁকির কারণে এই নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা হলো। এটি ট্রাম্পের তৃতীয়বারের মতো জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, উল্লেখিত দেশগুলো নিরাপত্তা ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য উন্নতি’ না দেখালে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী), কূটনীতিক ও কিছু বিদ্যমান ভিসাধারীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
আরও পড়ুন : ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্রের
এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, বুরকিনা ফাসো, মিয়ানমার, চাদ, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, মালি, নাইজার, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইয়েমেন ও ফিলিস্তিন।
আংশিক নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বেনিন, বুরুন্ডি, কোত দিভোয়ার, কিউবা, ডমিনিকা, গ্যাবন, গাম্বিয়া, মালাউই, মৌরিতানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, টোগো, টোঙ্গা, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

এনটিভি অনলাইন ডেস্ক