ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাঙ্কারগুলোর ওপর ‘সম্পূর্ণ’ অবরোধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। খবর আল জাজিরার।
ট্রাম্প জানান, বর্তমানে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার ইতিহাসের সর্ববৃহৎ নৌবহর (আর্মাডা) দ্বারা বেষ্টিত। তিনি ভেনেজুয়েলা সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে অভিযোগ করেন, তারা সম্পদ চুরি, মাদক চোরাচালান ও মানব পাচারের মতো কর্মকাণ্ডে জড়িত। এই কারণেই তিনি তেল ট্যাঙ্কার চলাচলের ওপর পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপকে জলদস্যুতা ও তেল লুণ্ঠনের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, মার্কিন সামরিক সমাবেশের আসল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল, গ্যাস ও স্বর্ণের মতো সম্পদ দখল করে দেশটিকে উপনিবেশে পরিণত করা।
ভেনেজুয়েলা ইতোমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে। বিশেষ করে গত সপ্তাহে মার্কিন বাহিনী কর্তৃক একটি তেল ট্যাঙ্কার (স্কিপার) জব্দ ও ক্রুদের ‘অপহরণের’ ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তারা।
গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অভিযানে অন্তত ৯০ জন নিহতের ঘটনাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে সমালোচনা করেছেন।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে কেবল মার্কিন কোম্পানি ‘শেভরন’ অনুমোদিতভাবে ভেনেজুয়েলার তেল মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারছে।
সম্প্রতি একটি মার্কিন আদালত ভেনেজুয়েলার মালিকানাধীন তেল কোম্পানি ‘সিটগো’ বিক্রি করে বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি দীর্ঘকাল ধরে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক