থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশে কারফিউ ঘোষণা
কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষ বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়ায় থাইল্যান্ড তার ত্রাত প্রদেশে কারফিউ ঘোষণা করেছে। খবর আল জাজিরার।
কারফিউ জারির পর শনিবার (১৩ ডিসেম্বর) থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি ব্যাংককে এক সংবাদ সম্মেলনে জানান, কম্বোডিয়া যদিও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকার কথা বলছে, তবুও সীমান্তে সামগ্রিকভাবে সংঘর্ষ চলছেই।
সুরাসান্ত কংসিরি বলেন, থাইল্যান্ড কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, তবে আলোচনা করার আগে কম্বোডিয়াকে প্রথমে শত্রুতা (হামলা) বন্ধ করতে হবে।
থাইল্যান্ডের সামরিক বাহিনী সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার করার জন্য কম্বোডিয়ার বিরুদ্ধে একটি নতুন আক্রমণ শুরু করেছে বলে জানানো হয়েছে।
এদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান সংঘাত বন্ধ করতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
অন্যদিকে, কম্বোডিয়া ঘোষণা করেছে- তারা তাদের প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে তাদের সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দিবে।
এই সংঘর্ষে এখন পর্যন্ত সৈন্য ও বেসামরিক লোকসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সীমান্তের উভয় পাশে পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ঔপনিবেশিক যুগের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) ভাগ করা সীমান্তের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের ফলে এই সংঘাতের সূত্রপাত।

এনটিভি অনলাইন ডেস্ক