কারাকাসে আইসিসির কার্যালয় বন্ধের ঘোষণা, ক্ষুব্ধ ভেনেজুয়েলা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাদের কারাকাসের কার্যালয় বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভেনেজুয়েলা। গত বছর ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কারাকাসে কার্যালয়টির যাত্রা শুরু হয়। দেশটির কর্মকর্তারা আইসিসি প্রসিকিউটরের অফিসের বিরুদ্ধে ‘দায়িত্ব এড়ানোর’ অভিযোগ তুলেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ভেনেজুয়েলা সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ‘বাস্তব অগ্রগতির অভাব’ থাকার কারণ দেখিয়ে এই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির ডেপুটি প্রসিকিউটর মামে মানদিয়ে নিয়াং জানান, অফিস বন্ধ হলেও তদন্ত কাজ চলতে থাকবে।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) ভেনেজুয়েলার কর্মকর্তারা এক বিবৃতিতে আইসিসির তীব্র সমালোচনা করে বলেন, আইসিসি সামান্যতম প্রতিশ্রুতি বা সহযোগিতার মনোভাব দেখাতে ব্যর্থ হয়েছে। তারা ভেনেজুয়েলার বিভিন্ন উদ্যোগে কোনো রকম সাহায্য বা সুপারিশ না করে দায়িত্বজ্ঞানহীনভাবে তাদের পূর্বের দায়িত্বগুলো এড়িয়ে গেছে।
ভেনেজুয়েলার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, আইসিসি কোনো কাজ না করে বরং ‘রাজনৈতিক উদ্দেশ্যে ন্যায়বিচারকে কাজে লাগানোর’ পরিকল্পনা করছে।
আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, পেরু ও কানাডা সম্মিলিতভাবে ২০১৮ সালে আইসিসিতে একটি অভিযোগ দায়ের করে ভেনেজুয়েলার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল। এরপর ২০২১ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে চুক্তির মাধ্যমে আইসিসি ভেনেজুয়েলায় আনুষ্ঠানিকভাবে কাজ করার স্বীকৃতি পায়। অফিস খোলার উদ্দেশ্য ছিল দেশটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তে ভেনেজুয়েলার কর্মকর্তাদের সঙ্গে কাজ করা।
আইসিসি হলো বিশ্বের একমাত্র স্বাধীন আদালত, যা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধের তদন্ত করে।

এনটিভি অনলাইন ডেস্ক