বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার (২৯ নভেম্বর) এক ঘরোয়া অনুষ্ঠানে বান্ধবী জোডি হেইডনকে বিয়ে করেছেন। তিনি প্রথম কোনো অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালে বিয়ে করলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত বছর ভালোবাসা দিবসে আলবানিজ হেইডনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকে এ বছরই এই বিয়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছিল। তবে বিয়ের অনুষ্ঠানের সময় ও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।
আরও পড়ুন : গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী ক্যানবেরার দ্য লজে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট অনুষ্ঠানে এই যুগল বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
প্রধানমন্ত্রী আলবানিজ এক বিবৃতিতে বলেন, ‘পরিবার ও নিকটতম বন্ধুদের সামনে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর জন্য আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতি ভাগাভাগি করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
হেইডন কয়েক বছর ধরে আলবানিজের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২২ সালে ও চলতি বছরের মে মাসে আলবানিজের নির্বাচনি প্রচারণায়ও তার সঙ্গে ছিলেন হেইডেন।
বিয়ের অনুষ্ঠানে হেইডন সিডনির ডিজাইনার ‘রোমান্স ওয়াজ বর্ন’ এর পোশাক আর প্রধানমন্ত্রী আলবানিজ এমজে বেলের স্যুট পরেছিলেন। অতিথিদের সঙ্গে হেইডনের পাঁচ বছর বয়সী ভাগ্নী এলা ছিল। এ ছাড়া প্রধানমন্ত্রীর কুকুর টোটোও ছিল। অতিথিদের সিডনির ইনার ওয়েস্টের উইলি দ্য বোটম্যানের তৈরি বিশেষ বিয়ারের ক্যান পরিবেশন করা হয়।
আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০৩, নিখোঁজ বহু
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই নবদম্পতি সোমবার থেকে আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন, যার সমস্ত খরচ তারা ব্যক্তিগতভাবে বহন করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক