ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৭৪
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন, এখনো প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো বলেন, আজ দুপুর পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন মারা গেছেন এবং ৪২ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
সুহারিয়ান্তো আরও বলেন, দ্বীপটির আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জন মারা গেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)