মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিসেম্বরে ৪ ও ৫ তারিখ এই সফর অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে একথা নিশ্চিত করে ক্রেমলিন। খবর বার্তা সংস্থা এএফপির।
বিবৃতিতে বলা হয়েছে, এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সব দিক’ নিয়ে আলোচনা করবেন। বিভিন্ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কথা বলবেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ভারত মস্কো থেকে ছাড় মূল্যে তেল কেনা অব্যাহত রাখায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন। ফলে সম্প্রতি রাশিয়া থেকে তেল না কেনার ঘোষণা দেয় ভারতীয় তেল আমদানিকারণ প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভ্লাদিমির পুতিন এই সফরে ২৩তম ইন্দো-রুশ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেন যুদ্ধের পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, এই সফর আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনটিভি অনলাইন ডেস্ক