১২ হাজার বছর পর ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি দীর্ঘদিনের সুপ্ত আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ছাই ছড়িয়ে পড়েছে। এমনকি, ভারত ও পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়া এ পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করেছে। খবর আলজাজিরা ও হিন্দুস্তান টাইমসের।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বের আফার অঞ্চলে হেইলি গুব্বি আগ্নেয়গিরিতে রোববার (২৩ নভেম্বর) সকালে কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের আফদেরা গ্রাম ছাইয়ে ঢাকা পড়ে যায়।
ফ্রান্সের টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইসারি সেন্টার (ভিএএসি) জানায়, অগ্ন্যুৎপাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ছাই যুক্ত মেঘ ছড়িয়ে পড়ে।
আফার অঞ্চলের বাসিন্দা আহমেদ আবদেলা বলেন, ‘মনে হচ্ছিল যেন হঠাৎ বোমা নিক্ষেপ করা হয়েছে।’ সোমবার স্থানীয় পর্যটন আকর্ষণ ডানাকিল মরুভূমিতে যাওয়ার সময় অনেক মানুষ ছাই-ঢাকা আফদেরায় আটকা পড়েছিলেন।
স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাইদ বলেছেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে এই অগ্ন্যুৎপাতের ফলে স্থানীয় পশুপালক সম্প্রদায়ের ওপর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।
এই আগ্নেয়গিরিটি প্রায় ৫০০ মিটার উচ্চতায় রিফ্ট ভ্যালিতে (দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থল) অবস্থিত।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রাম জানায়, বর্তমান ভূতাত্ত্বিক যুগে (হলোসিন) হেইলি গুব্বিতে কোনো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেনি। ১২ হাজার বছর আগে বরফ যুগের শেষে এই হলোসিন শুরু হয়েছিল।
এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাই মিশ্রিত ঘন মেঘ ভারতে পৌঁছলে বিমান কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে এবং ভারতে বিমান চলাচলে প্রভাব পড়ে। সোমবার রাত ১১টার দিকে ছাইয়ের স্তূপ দিল্লিতে পৌঁছায় এবং গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার ওপর দিয়ে বয়ে যায়।
এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকসহ ১১টি ফ্লাইট বাতিল করে। এ ছাড়া আকাসা এয়ার ছাই মিশ্রিত মেঘের প্রভাবে জেদ্দা, কুয়েত, আবুধাবি যাওয়া ও আসার সব ফ্লাইট বাতিল করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক