লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর সিডনের উপকণ্ঠে আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিংয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) ড্রোন হামলা চালানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এখন সৌদি আরব
ইসরায়েল জানিয়েছে, তারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ প্রাঙ্গণে কর্মরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বলেছি আমাদের উত্তর সীমান্তে কোনো হুমকি সহ্য করব না। এই অঞ্চলে হামাস পা রেখেছে। আমরা লেবাননে পা রাখার জন্য হামাসের প্রচেষ্টা ও আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ উপাদানগুলোকে নির্মূল করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখব।’
আরও পড়ুন: ভারতে ‘ভয়ংকর’ মাওবাদী কমান্ডার হিদমাসহ নিহত ৬
তবে হামাস ইসরায়েলের এই দাবি অস্বীকার করে এটিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। হামাস জোর দিয়ে বলেছে, লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইহুদিবাদী বোমা হামলা আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বর্বর আগ্রাসন।’
এর আগে মঙ্গলবার লেবানন বলেছিল, দেশের দক্ষিণে অন্যত্র গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে।
ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননে হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ৪৮৩ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি হামলায় লেবাননে চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন: ভোটারদের প্রলুব্ধ করতে টেলিভিশন, সাইকেল ও স্বর্ণালঙ্কার
২০২৪ সালের নভেম্বরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি হয়। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি মানুষ নিহত ও প্রায় ৮৫০ জন আহত হয়েছেন।
লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম এমিল বিতার আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে এবং তারা চুক্তির শর্তাবলি শেষ পর্যন্ত পালন করেনি।

এনটিভি অনলাইন ডেস্ক