চুমু দিয়ে বিতর্কে ট্রাম্প
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই প্রশাসনের অভ্যন্তরে পদত্যাগ আর ক্ষমতার লড়াই ঘিরে শুরু হয় অস্থিরতা। পররাষ্ট্রনীতিতেও ট্রাম্পের সিদ্ধান্তগুলো সমালোচনার জন্ম দেয়। ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক তৎপরতা ও চীনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা ঘিরে ক্ষোভ বেড়েছে দেশ-বিদেশে। কংগ্রেসে বাজেট অনুমোদন বিল আটকে যাওয়ায় বর্তমানে দেশটিতে চলছে শাটডাউন। এরই মধ্যে নতুন বিতর্কের মুখে পড়েছেন ট্রাম্প।
সম্প্রতি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত সার্জিও গোরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রয়াত রক্ষণশীল বক্তা চার্লি কার্কের বিধবা স্ত্রী এরিকা কার্কের উপস্থিতি আলোচনার কেন্দ্রে এসেছে। অনুষ্ঠান চলাকালীন এরিকাকে অস্বাভাবিকভাবে ডেকে নিয়ে গালে চুমু দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে চূড়ান্ত ভোট আজ
গত ১০ সেপ্টেম্বর উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান এরিকার স্বামী চার্লি কার্ক। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর চার্লির বন্ধু ছিলেন।
এরিকা কার্ক গোরের উদ্দেশে বলেন, ‘চার্লি আপনাকে ভালোবাসতেন, আপনি এই পদটি পেয়েছেন জানার পর তিনিই প্রথম ফোন করতেন। আমি আপনাদের দুজনকে বছরের পর বছর ধরে যেভাবে একসঙ্গে কাজ করতে ও প্রেসিডেন্টকে সমর্থন করতে দেখেছি, তা সত্যিই অসাধারণ। আমি আপনাকে নিয়ে খুব গর্বিত।’
প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, নিন্দার কিছু নেই, কিন্তু কেন তাকে সবসময় এত বেশি কাছে রাখা হচ্ছে? তার প্রয়াত স্বামী তো নির্বাচিত কর্মকর্তা ছিলেন না, তাহলে এর উদ্দেশ্য কী?
আরও পড়ুন : সরকারি অচলাবস্থার পর এবার নতুন সংকটের সামনে ট্রাম্প
অন্যদিকে আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, এই দুজন (ট্রাম্প ও কার্ক) একে অপরকে দীর্ঘকাল ধরে চেনেন।
এর আগেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে অস্বাভাবিক ঘনিষ্ঠতার কারণে সমালোচিত হয়েছিলেন এরিকা কার্ক। তাদের দীর্ঘ আলিঙ্গনের একটি ভিডিও ভাইরাল হয়। টেলিভিশন সম্প্রচারিত চার্লি কার্কের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও উদ্ভট আচরণের জন্য তিনি সমালোচিত হন। তবে তিনি দাবি করেন, কেউ কখনো আমার স্বামীর স্থান নিতে পারবে না, তবে আমি জেডি ভ্যান্সের মধ্যে আমার স্বামীর কিছু মিল দেখতে পাই।

এনটিভি অনলাইন ডেস্ক