যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ অবসান, এরপর কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল পাস হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা (৪০ দিন) অচলাবস্থা (শাটডাউন) শেষ হতে চলেছে। দীর্ঘ সরকারি অচলাবস্থা শেষ করার জন্য দেশটির আইন প্রণেতারা একটি অন্তর্বর্তী তহবিল প্যাকেজ নিয়ে এগিয়ে যেতে সম্মত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে কী ঘটেছিল?
৪০ দিনের অচলাবস্থা : দেশটিতে ৪০ দিন ধরে শাটডাউন চলছিল। এই অচলাবস্থা শেষ করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সপ্তাহান্তে আলোচনা হয়।
পরীক্ষামূলক ভোট : রোববার সিনেট একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিগত ভোটে (ক্লোচার ভোট) ৬০-৪০ ব্যবধানে জয়ী হয়েছে। এই ভোটের অর্থ হলো, বিলটি এখনই পাস হয়নি, কিন্তু সিনেটররা এটি নিয়ে আলোচনা চালিয়ে যেতে ও চূড়ান্ত ভোট দিতে পারবেন।
অচলাবস্থা বন্ধ করার পক্ষে কারা ভোট দিল?
৬০ ভোটের প্রয়োজন : সিনেটে সংখ্যাগরিষ্ঠতা (৫৩ আসন) রিপাবলিকানদের থাকলেও, বিলটি এগিয়ে নেওয়ার জন্য ৬০টি ভোটের প্রয়োজন ছিল।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা অবসানে সিনেটে বিল পাস
ডেমোক্র্যাটদের সমর্থন : সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে থাকা আটজন সিনেটর এই রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় ৬০ ভোটের বাধা দূর হয়। এই আটজনের মধ্যে ছিলেন ডিক ডারবিন, জিন শাহিন, ম্যাগি হাসান, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, জ্যাকি রোজেন, টিম কেইন এবং অ্যাঙ্গাস কিং।
চুক্তিতে কী আছে?
সরকার চালু : এই প্যাকেজটি সরকারকে আগামী জানুয়ারি পর্যন্ত (৩০ জানুয়ারি) চালু রাখবে।
সুবিধা : খাদ্য সহায়তা (ফুড স্ট্যাম্প) এবং আইনসভা শাখাসহ সরকারের কিছু অংশের জন্য এক বছরের তহবিল নিশ্চিত করবে।
আরও পড়ুন : বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার হুমকি ট্রাম্পের
স্বাস্থ্য ভর্তুকি : এই বিলে স্বাস্থ্য বীমার খরচ কমানোর জন্য ভর্তুকি সরাসরি বাড়ানো হয়নি, যা ডেমোক্র্যাটদের মূল দাবি ছিল। তবে মধ্যপন্থি ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা ডিসেম্বর মাসে ভর্তুকি বাড়ানোর বিষয়ে ভোট দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন।
এরপর কী ঘটবে?
সহজ পাস : ক্লোচার ভোট পাস হওয়ায় বিলটি সিনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করা সহজ হবে।
হাউসের অনুমোদন : সিনেটে পাস হওয়ার পর একই বিলটি প্রতিনিধি পরিষদে (হাউস) পাস করতে হবে।
প্রেসিডেন্টের স্বাক্ষর : সবশেষে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেলে এটি আইনে পরিণত হবে এবং শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
এই প্রক্রিয়াটি শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক