দিল্লিতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৩
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন।
আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। মরদেহ মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি খুব শক্তিশালী বিস্ফোরণ ছিল। পুলিশ কমিশনার সতীশ গোলচা এনডিটিভিকে বলেন, বিস্ফোরণে ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেপুটি চিফ ফায়ার অফিসার একে মালিক বলেন, আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই এবং সাতটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিস্ফোরণের এই ঘটনায় ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল বাড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক