ডলারের দাম কমায় আবারও বাড়ল স্বর্ণের দাম
ডলারের দাম কমে যাওয়া ও মার্কিন সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর ফলে মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ মনে করেন, দামের সাম্প্রতিক ওঠানামা দেখে মনে হচ্ছে স্বর্ণ ও রূপার দাম এখন সবচেয়ে নিচের স্তরে পৌঁছেছে। অন্যদিকে, বিনিয়োগকারীরা চিন্তিত ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত শেয়ারের দামের এই বৃদ্ধি কতদিন টিকবে। এই উদ্বেগের কারণে প্রযুক্তি নির্ভর শেয়ারবাজারগুলো সাত মাসের মধ্যে তাদের সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকে এগোচ্ছিল।
মার্কিন সরকারের শাটডাউনের কারণে চাকরির রিপোর্ট প্রকাশে দেরি করছে। তাই ব্যবসায়ীরা সুদের হার কমানোর সম্ভাবনা বোঝার জন্য বেসরকারি খাতের তথ্যের দিকে ঝুঁকছেন। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ডিসেম্বরে ২৫-বেসিস-পয়েন্ট (০.২৫ শতাংশ) হার কমানোর সম্ভাবনা এখন ৬৬ শতাংশ।
আরও পড়ুন : সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ
কমার্জব্যাংক জানিয়েছে, বাণিজ্য নীতির উত্তেজনা কিছুটা কমলেও দ্বন্দ্বগুলো কোনোভাবেই সমাধান হয়নি। তাই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : যে কারণে অস্থির স্বর্ণের বাজার
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ বেড়ে ৪৮ দশমিক ৪১ ডলারে, প্ল্যাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে এক হাজার ৫৪৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৯৫ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক