মরিচের গুঁড়া ছুড়ে ২০ সেকেন্ডে খেলেন ১৭ চড়
ভারতের আহমেদাবাদে একজন নারী গয়না দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করেন। ওইনারী তার মুখ ওড়না দিয়ে আংশিক ঢেকে একজন গ্রাহক সেজে ওই দোকানে প্রবেশ করেন। এরপর তিনি দোকানদারের দিকে মরিচের গুঁড়া ছুড়ে মারেন এবং গয়না লুটের চেষ্টা করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর গালফ নিউজের।
খবরে বলা হয়, মরিচের গুঁড়া দোকানদারের চোখ এড়িয়ে যায়। এরপর দোকানদার সতর্ক হয়ে যান এবং ওই নারীকে ধরে বারবার চড় মারতে থাকেন। ২০ সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ১৭ বার চড় মারেন ওই নারীকে। এরপর তিনি ওই নারীকে আটকে রাখেন।
পুলিশ জানায়, দোকানদার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছেন। আহমেদাবাদের রানিপ থানার পিআই কেতন নান, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে খুঁজে বের করা চেষ্টা করছে।
আহমেদাবাদের পুলিশ আরও জানায়, তারা মামলা করার জন্য ওই দোকানদারের সঙ্গে দুবার দেখা করেছে। পুলিশ যাওয়ার আগেই ওই নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক