ইসরায়েলের ‘বর্বর’ হামলার নিন্দা জানাল ইরান
তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আজ শুক্রবার (৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। খবর বার্তা সংস্থা এএফপির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের ‘যুদ্ধমুখি মনোভাবের’ মোকাবিলা করে। একই সঙ্গে বর্বর হামলায় লেবাননের নাগরিকদের শাহাদাতে শোক প্রকাশ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটির লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ করতে গত বছরের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল ইসরায়েল ও লেবানন। তবে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর যেসব লক্ষ্যবস্তুকে তারা হুমকি মনে করে, সেগুলোতে হামলা চালানোর অধিকার তাদের রয়েছে।
ইসরায়েলের দাবি, গত বছর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর নিহত হওয়াসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ায় দলটি যেন পুনরায় অস্ত্রসজ্জিত হতে না পারে, তার প্রতিরোধে তারা এই সর্বশেষ হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের বোমা হামলায় একজন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরানও জুন মাসে ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তখন তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

এনটিভি অনলাইন ডেস্ক