মিশিগানের ডিয়ারবর্ন মেয়র নির্বাচনে আব্দুল্লাহ হাম্মুদের ভূমিধস জয়
মিশিগানের সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন ডিয়ারবর্ন সিটি মেয়র আব্দুল্লাহ হাম্মুদ। ডিয়ারবর্নের ইতিহাসে প্রথমবারের মতো আরব-আমেরিকান এই মুসলিম মেয়র প্রায় ৭১ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। এই জয় যুক্তরাষ্ট্রে মুসলিম প্রার্থীদের নির্বাচনি সাফল্যের চলমান প্রবণতাকেই নির্দেশ করেছে। খবর রোয়া নিউজের।
মেয়র হাম্মুদ প্রতিদ্বন্দ্বী নাগি আলমুধেগিকে পরাজিত করেছেন। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, সব কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে হাম্মুদ প্রায় ১৮ হাজার ৫৩১ ভোট পেয়েছেন, যেখানে আলমুধেগি পেয়েছেন মাত্র ৭ হাজার ২৯৪ ভোট (মোট ভোটের প্রায় ২৮ শতাংশ)।
আরও পড়ুন : নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির ঐতিহাসিক জয়, সামনে কঠিন পরীক্ষা
হাম্মুদের বাবা-মা লেবানিজ অভিবাসী। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত। ২০২১ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ৩৫ বছর বয়সী হাম্মুদের প্রশাসন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এর মধ্যে রয়েছে- পার্কে বিনিয়োগ, জননিরাপত্তা বৃদ্ধি ও ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন কর হার অর্জন।
আব্দুল্লাহ হাম্মুদ ডিয়ারবর্নের প্রথম মুসলিম মেয়র হলেও তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র নন। এর আগে ২০১০ সালে নিউ জার্সির টিয়ানেক শহরের মেয়র হিসেবে মোহাম্মদ হামিদুদ্দিন দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন : নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি
২০২৪ সালের ফেডারেল নির্বাচনে মিশিগান থেকে রশিদা তালিব এবং মিনেসোটা থেকে ইলহান ওমর (মার্কিন কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারী) পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া, ইন্ডিয়ানা থেকে আন্দ্রে কারসনও পুনর্নির্বাচিত হয়েছেন। এর ফলে, মার্কিন হাউসে মুসলিম সদস্যের সংখ্যা কমপক্ষে তিনজন হয়েছে। পররাষ্ট্রনীতি, নাগরিক অধিকার ও সামাজিক ক্ষমতায়নের মতো বিষয়গুলো মুসলিমদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও পড়ুন : জোহরান মামদানির স্ত্রী কে এই রামা দুয়াজি?
এই সাফল্যের স্রোত ধরে নিউইয়র্ক সিটির মতো গুরুত্বপূর্ণ শহরেও মুসলিম প্রার্থীরা ঐতিহাসিক জয় পেয়েছেন। গত মঙ্গলবার (৪ নভেম্বর) উগান্ডান-ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নিউইয়র্ক মেয়র নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক