মধ্য এশীয় নেতাদের নিয়ে ট্রাম্পের বৈঠক আজ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাঁচ মধ্য এশীয় দেশের নেতাদের সঙ্গে এক বিরল শীর্ষ সম্মেলন আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর মস্কোর ঐতিহ্যবাহী প্রভাব নিয়ে প্রশ্ন ওঠায় এবং চীনে ক্রমবর্ধমান বিনিয়োগের প্রেক্ষাপটে সম্পদশালী এই অঞ্চলে পশ্চিমা আগ্রহ বেড়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থা এএফপির।
গত কয়েক মাসে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা (যা সম্মিলিতভাবে সি-৫ নামে পরিচিত) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উভয়ের সঙ্গেই আলাদা শীর্ষ বৈঠক করেছেন। এই প্রেক্ষিতে ট্রাম্পের আজকের বৈঠকটি ‘সি-৫+১’ বিন্যাসে পশ্চিমা শক্তিকে আরও একবার এই অঞ্চলে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
আরও পড়ুন : ট্রাম্পের শুল্কনীতির বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু
ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কূটনীতি জোরদার করেছে। প্রাক্তন সোভিয়েত অধ্যুষিত এই দেশগুলো এখনও রাশিয়াকে কৌশলগত অংশীদার মনে করলেও মস্কোর আগ্রাসন তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে, চীন তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে বিশাল অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। তুরস্কও সাংস্কৃতিক বন্ধনকে ব্যবহার করে তার প্রভাব বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের বিশাল প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট, যার বেশিরভাগই অব্যবহৃত। বিরল মাটি সরবরাহ এবং চীন নির্ভরতা কমাতে এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। কাজাখস্তান বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক, উজবেকিস্তানে রয়েছে বিশাল স্বর্ণের ভাণ্ডার এবং তুর্কমেনিস্তান গ্যাসে সমৃদ্ধ।
আরও পড়ুন : মামদানিকে ভোট দিলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের
এই পাঁচটি দেশ স্থলবেষ্টিত হওয়ায় তারা তাদের ঐতিহাসিক বাণিজ্যিক ভূমিকা পুনরুদ্ধার করতে চাইছে। মস্কোর ওপর নির্ভরতা কমাতে বেইজিং এবং ব্রাসেলস উভয়ের সমর্থন নিয়ে ক্যাস্পিয়ান সাগর পেরিয়ে একটি নতুন পরিবহণ রুট (মিডল করিডোর) চালু হয়েছে, যা রাশিয়াকে এড়িয়ে ইউরোপের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ স্থাপন করছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যদিও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যেন এই শীর্ষ সম্মেলনে মানবাধিকারের বিষয়টিকেও প্রধান আলোচ্যসূচিতে রাখা হয়, কারণ এই অঞ্চলের সরকারগুলি ভিন্নমত দমন করতে সক্রিয়।

এনটিভি অনলাইন ডেস্ক