মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩
মেক্সিকোতে একটি সুপারমার্কেট বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দেশটির সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়াল্ডোর একটি দোকানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘পরিতাপের বিষয়, আমরা যে হতাহতদের পেয়েছি, তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহতদের হারমোসিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেক্সিকোতে মৃত স্বজন ও প্রিয়জনদের সম্মান জানানোর জন্য একটি দিবস পালনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জননিরাপত্তা কর্মকর্তারা জানান, তারা দিবসটি ঘিরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘হামলা’ বা ‘সহিংস কর্মকাণ্ডের’ বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।
ডুরাজো বলেন, ‘ঘটনার কারণ নির্ণয় এবং দায়ীদের খুঁজে বের করার জন্য আমি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’
গভর্নর বলেন, ‘কাউকে একা এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবিলা করতে হবে না। ঘটনার প্রথম মুহূর্ত থেকেই জরুরি ব্যবস্থা, নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো দুর্দান্ত পেশাদারিত্বের সঙ্গে সাড়া দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জীবন রক্ষা করেছে।’
স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে সুপারমার্কেটের সামনের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল জানায়, বিস্ফোরণটি শনিবার দুপুর ২টার দিকে ঘটে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার এক্স আইডিতে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমি সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোজা আইসেলা রদ্রিগেজকে নিহতদের পরিবার এবং আহতদের জন্য একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি।’

এনটিভি অনলাইন ডেস্ক