রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ল উড়োজাহাজ, নিহত ২
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেছে। এতে দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে এমিরেটসের কার্গো ফ্লাইট ইকে৯৭৮৮ দুবাই থেকে হংকংয়ে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের উড়োজাহাজটি রানওয়ের সীমারেখা অতিক্রম করে দেওয়াল ভেঙে সমুদ্রে গিয়ে পড়ে। পথে এটি একটি টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়, যাতে ঘটনাস্থলেই দুইজন গ্রাউন্ড কর্মী মারা যান।
উড়োজাহাজে থাকা চারজন ক্রু সদস্য জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
উড়োজাহাজটি মাঝখান থেকে ভেঙে গেছে এবং এর একটি অংশ সাগরে পড়ে আছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
দুর্ঘটনার পর বিমানবন্দরের উত্তর দিকের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে অন্য দুটি রানওয়ে সচল রয়েছে।
হংকং বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় ভারি বৃষ্টিপাত বা রানওয়ে পিচ্ছিল থাকায় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায়।
১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা এটি।