জাদুঘরের জানালা ভেঙে রাজকীয় গহনা চুরি
প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকালে চোরেরা জাদুঘরটির একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ‘অমূল্য’ ফরাসি রাজকীয় গহনা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য খোলা হয়। তখনই চোরেরা গ্যালারি ডি’অ্যাপোলোঁ ভবনে হানা দেয়। এই কক্ষেই ফরাসি রাজমুকুটের গহনাগুলো সংরক্ষিত ছিল।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চুরি যাওয়া সামগ্রীর একটি বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে। এসব গহনার বাজার মূল্যের বাইরেও ঐতিহ্যগত ও ঐতিহাসিক মূল্য রয়েছে। তবে ঠিক কী কী গহনা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা এই মিউজিয়ামটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, আজ ‘বিশেষ কারণে’ মিউজিয়ামটি বন্ধ থাকবে।
উল্লেখ্য, ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ সংরক্ষিত আছে। এই চুরির ঘটনায় মিউজিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক