আন্তর্জাতিক গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে লাগা এই আগুন পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করে। এর ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন :
রয়টার্স : বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
এএফপি : বার্তা সংস্থা এএফপিও একই খবর নিশ্চিত করে জানিয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
দ্য নিউইয়র্ক টাইমস : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কার্গো টার্মিনালে আগুনের সূত্রপাত হয়, যার ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। কর্মকর্তারা জানান, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
হিন্দুস্তান টাইমস : হিন্দুস্তান টাইমস এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ঢাকা বিমানবন্দর বন্ধ থাকায় দিল্লি থেকে ঢাকাগামী এআই২৩৭ ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। একই কারণে ঢাকা থেকে দিল্লিগামী এআই২৩৮ ফ্লাইটটিরও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে। তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে।
দ্য ইকোনমিক টাইমস : দ্য ইকোনমিক টাইমসও জানিয়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার পর সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এনডিটিভি : এনডিটিভি জানায়, শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার কারণে বিমানবন্দরে সাময়িকভাবে সমস্ত ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়।
কর্মকর্তারা জানান, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে এই আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর মুখপাত্র তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট একযোগে কাজ করেছে।
সংবাদ মাধ্যম ডন : ডন এক প্রতিবেদনে জানায়, শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে ভয়াবহ আগুন লাগার ফলে সাময়িকভাবে সমস্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। স্থানীয় সংবাদপত্র দ্য ডেইলি স্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাতে জানা গেছে, আগুন নেভাতে ৩৬টি অগ্নিনির্বাপক ইউনিট কাজ করছে।
বিমানবন্দরের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, আমাদের সমস্ত বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আরও আপডেট দেওয়া হবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক