জাদুঘর থেকে ৩ হাজার বছরের পুরোনো স্বর্ণের ব্রেসলেট উধাও
কায়রোর তাহরির স্কয়ারে অবস্থিত মিশরীয় জাদুঘর থেকে তিন হাজার বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয়। ফারাও আমেনেমোপের রাজত্বকালের এই ব্রেসলেটটি ‘গোলাকার ল্যাপিস লাজুলি পুঁতি’ দিয়ে সজ্জিত একটি সোনার ফিতে হিসেবে বর্ণনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক একটি মজুদ পরীক্ষার সময় এই অমূল্য নিদর্শনটি নিখোঁজ বলে শনাক্ত করা হয়। তবে ঠিক কবে এটি শেষ দেখা গিয়েছিল তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। তদন্তের স্বার্থে এই খবরটি দেরিতে প্রকাশ করা হয়েছে।
ঘটনার পরপরই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে দেশের সমস্ত বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্ত ক্রসিংয়ে প্রত্নতাত্ত্বিক ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে কোনোভাবেই এটি দেশ থেকে পাচার না হতে পারে।
তাহরির স্কয়ারের এই মিশরীয় জাদুঘরে এক লাখ ৭০ হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যার মধ্যে রাজা আমেনেমোপের বিখ্যাত সোনালি সমাধির মুখোশও রয়েছে।
এই নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড মিশরীয় জাদুঘরের উদ্বোধনের মাত্র এক মাস আগে। আগামী ১ নভেম্বর এই নতুন জাদুঘরের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, যা রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের একটি প্রধান সাংস্কৃতিক মাইলফলক।
বর্তমানে জাদুঘরের সবচেয়ে প্রতীকী সংগ্রহগুলোর অন্যতম রাজা তুতানখামুনের সমাধির ধন-সম্পদ উদ্বোধনের আগে নতুন জাদুঘরে স্থানান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এর আগে, ২০২১ সালে মিশর ২২টি রাজকীয় মমিকে একটি হাই-প্রোফাইল কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় মিশরীয় সভ্যতা জাদুঘরে স্থানান্তরিত করে। এসব উদ্যোগের লক্ষ্য ছিল মিশরের জাদুঘরের অবকাঠামো উন্নত করা ও পর্যটন আকর্ষণ বৃদ্ধি করা। তবে সর্বশেষ এই ঘটনা সেই প্রচেষ্টার মাঝে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক