মিয়ানমারে নির্বাচনের পরিকল্পনায় সমর্থন ভারতের
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি ডিসেম্বরে শুরু হতে যাওয়া সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত দল পাঠাবে। সমালোচকদের কাছে এই নির্বাচনকে প্রহসন হিসেবে বিবেচনা করা হলেও নয়াদিল্লির এই পদক্ষেপ মিয়ানমারের সামরিক সরকারের প্রতি ভারতের সমর্থনের ইঙ্গিত দেয়। খবর রয়টার্সের।
মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর এটি ছিল তার একটি বিরল আন্তর্জাতিক সম্পৃক্ততা।
সরকারি মুখপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, এ বৈঠকে উভয় নেতা সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, বাণিজ্য বৃদ্ধি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছেন যে মিয়ানমারের আসন্ন নির্বাচন সব অংশীদারদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতির জন্য বেইজিংয়ের সমর্থন নিয়ে আলোচনা করেছেন তারা।
সামরিক জান্তা ডিসেম্বরে প্রথম সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তবে চলমান তীব্র সংঘাতের কারণে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। গত বছর ভোটার তালিকা তৈরির জন্য দেশব্যাপী আদমশুমারির সময় সামরিক-সমর্থিত কর্তৃপক্ষ দেশের ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে জরিপ চালাতে সক্ষম হয়েছিল।
সামরিক বাহিনীর বিরোধী দলগুলো ইতোমধ্যে এই নির্বাচন বর্জন করেছে। পশ্চিমা সরকার ও মানবাধিকার গোষ্ঠীগুলো একে জেনারেলদের ক্ষমতা আরও পাকাপোক্ত করার কৌশল হিসেবে দেখছে।

এনটিভি অনলাইন ডেস্ক