খামেনিকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল
ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালীন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি একইসঙ্গে দাবি করেছেন, ওই সংঘাতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। খবর আলজাজিরার।
আজ শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ‘কান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এসব দাবি করেন। তিনি বলেন, সম্ভব হলে ইসরায়েলি সামরিক বাহিনী আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করত।
ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে কাটজ আরও বিশদভাবে জানান, ইসরায়েলি গোয়েন্দারা খামেনিকে অনেক খুঁজছিল। কিন্তু তারা হামলা চালানোর জন্য ‘কোনো কার্যকর সুযোগ’ খুঁজে পাননি।
এই মন্তব্যের পর ইরানের কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল এখনও খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে।
কাটজ একই সাক্ষাৎকারে দৃঢ়ভাবে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান পুনরুদ্ধার করতে পারবে, এমন কোনো পরিস্থিতি তিনি দেখেন না। তার মতে, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ‘পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।
তবে যুদ্ধবিরতির পর আয়াতুল্লাহ আলী খামেনি তার প্রথম ভাষণে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ‘তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি’।

এনটিভি অনলাইন ডেস্ক