পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারে কাজ শুরু করবে ইরান
মার্কিন হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন শেষে নিজেদের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের কাজ শুরু করবে ইরান। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।
ইরানের সংবাদ সংস্থা মেহের প্রকাশিত এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামি বলেন, ‘আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূল্যায়ন করছি।’ তিনি আরও যোগ করেন, ‘পুনরুদ্ধারের প্রস্তুতি আগেই নেওয়া হয়েছিল। আমাদের পরিকল্পনা হলো উৎপাদন বা সেবায় কোনো ধরনের ব্যাঘাত রোধ করা।’
ইসরায়েল সম্প্রতি দাবি করেছিল, তাদের ‘অপারেশন রাইজিং লায়নের’ মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ‘ধূলিসাৎ’ করা হয়েছে। তবে তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি এর আগে মন্তব্য করেন, ‘ইরানের পারমাণবিক উপাদানগুলো একটি সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করা হয়েছে এবং এর জ্ঞান ও প্রযুক্তি উভয়ই অক্ষত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক