নির্বাচনে আর লড়তে চান না এরদোয়ান
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তিনি আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। গত বৃহস্পতিবার (২২ মে) হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন। খবর মিডল ইস্ট মনিটরের।
এরদোয়ান বলেন, ‘দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। এজন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই।’
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা একটি নতুন যুগে বাস করছি। তুরস্ক বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে। আপনারা কি মনে করেন, দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরোনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারব, যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে?’ গত দুই দশকের বেশি সময় ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোয়ান।
এরদোয়ান জোর দিয়ে বলেন, ‘অভ্যুত্থানকারীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না।’ এজন্য তিনি সংবিধান পরিবর্তনে বিরোধীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
যদিও এরদোয়ান নির্বাচনে অংশ না নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন, তবে তার ক্ষমতা ছাড়ার ইচ্ছা নিয়ে অনেক পর্যবেক্ষক সন্দেহ প্রকাশ করছেন। গত মার্চে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এরদোয়ানের মনোভাব নিয়ে জনমনে সংশয় বেড়েছে।
 
২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী, তার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, তবে সে জন্য নির্বাচনের তারিখ এগিয়ে আনতে হবে।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
