বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার ভূমিকম্প
বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভি ও লাইভ মিন্টের।
এনসিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ভারতীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে।
এনসিএস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, সমভূমির সমীকরণ : ৫ দশমিক ১, ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১০ মিনিট ২৫ সেকেন্ড আইএসটি। অক্ষাংশ : ১৯ দশমিক ৫২ উত্তর, দৈর্ঘ্য : ৮৮ দশমিক ৫৫ পূর্ব, গভীরতা : ৯১ কিলোমিটার, অবস্থান : বঙ্গোপসাগর।
এদিকে, কলকাতা, ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকাতেও এ কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু ভূমিকম্পের উপকেন্দ্র কলকাতা থেকে অনেক দূরে এবং এটি ৯১ কিলোমিটার গভীরে ঘটেছে, তাই বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।
অপরদিকে, বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৫৩২ কিলোমিটার এবং রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

এনটিভি অনলাইন ডেস্ক