হাইতিতে বন্যা ও ভূমিধসে ৪২ জন নিহত
হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার (৫ জুন) দেশটির নাগরিক সুরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
এএফপির খবরে বলা হয়, হাইতির ১০টি বিভাগের মধ্যে সাতটি এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। আগে থেকেই দলগত সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা ও অর্থনৈতিক স্থবিরতার কারণে দেশটি গভীর মানবিক সংকটে রয়েছে।
জাতিসংঘ জানায়, প্রবল বর্ষণে হাইতির ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১৩ হাজার ৪০০ জন গৃহহীন হয়ে পড়েছেন।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লিওগান শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা।
লিওগানের মেয়র আর্নসন হেনরি এএফপিকে বলেন, ‘বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। তারা সবকিছু হারিয়েছে। বন্যার পানি ক্ষেতের ফসল বিনষ্ট করেছে এবং গবাদি পশু ভেসে গেছে।’
মেয়র আরও বলেন, ‘শহরের হাজারও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রয়োজন।’
বন্যার কারণে হাইতির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জরুরি পদক্ষেপ হিসেবে জাতীয় জরুরি অভিযান কেন্দ্রকে সক্রিয় করেছেন।
জাতিসংঘ জানায়, বন্যার আগেও হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেকের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। মাত্র পাঁচ বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)