আলেপ্পোর স্কুলে রকেট হামলা, ৭ শিশু নিহত
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের একটি স্কুলে বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত সাতজন শিশু নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স রোববার এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমে ১০ জন নিহত হয় বলে জানানো হয়। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা পরে জানায়, সাত শিশু ও এক নারীসহ মোট আটজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সানা জানায়, ফুরকান এলাকায় একটি স্কুলে ওই রকেট হামলা হয়। এতে অপর ৩২ জন আহত হয়েছে। সংবাদ সংস্থাটি আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলেও রকেট হামলার খবর দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই রকেট হামলায় সাত শিশু নিহত হওয়ার খবর জানিয়েছে।
অবজারভেটরির হিসাব অনুযায়ী পশ্চিম আলেপ্পোতে গত দুই দিনে নয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।
আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী গত মঙ্গলবার হামলা জোরদার করেছে। সিরিয়ান অবজারভেটরি জানায়, সরকারি বাহিনী সর্বশেষ হামলা শুরুর পর থেকে পূর্ব আলেপ্পোতে অন্তত ১০৩ শিশু নিহত হয়েছে।

অনলাইন ডেস্ক