মোদিকে আম পাঠালেন নওয়াজ
ঈদ উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাঠানো মিষ্টি পাকিস্তানি সীমান্ত বাহিনী ফেরত দেওয়ার পর নওয়াজ শরিফ আম পাঠালেন।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে নওয়াজ শরিফ নরেন্দ্র মোদিকে এক বাক্স আম পাঠিয়েছেন। দুই দেশের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের কাছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাগুলির ঘটনার পরপরই শরিফের এই আম পাঠানোকে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই গোলাগুলির ঘটনায় উভয় দেশই তাদের নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে। বিনা প্ররোচনায় গুলি ও আন্তসীমান্ত সন্ত্রাসবাদের যথাযথ জবাব দেবে বলেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত।
সীমান্তে এই উত্তেজনার কারণে গত সপ্তাহে ঈদ উপলক্ষে বিএসএফের পাঠানো মিষ্টি পাকিস্তানি সীমান্ত বাহিনী প্রত্যাখ্যান করে। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত ও পাঞ্জাবের অমৃতসরে আত্তারি-ওয়াগাহ সীমান্তে দুই বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে উৎসবগুলোতে মিষ্টি বিনিময় হয়ে আসছিল। ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক প্রত্যাখ্যান করার পর গত বছরও নওয়াজ শরিফ মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আম পাঠিয়েছিলেন।

অনলাইন ডেস্ক