তেহরানে হামলার ভিডিও প্রকাশ আইএসের
ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবনে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে তাদের বার্তা সংস্থা ‘আমাক’ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে।
দৃশ্যত হামলাকারীদের করা সংক্ষিপ্ত ফুটেজটিতে দেখা যায়, স্যুট পরা এক ব্যক্তি মেঝেতে পড়ে আছেন, যিনি হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তাঁর পাশ দিয়ে রাইফেল হাতে হেঁটে যাচ্ছে এক হামলাকারী।
ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা আরবিতে চিৎকার করছে। গুলির শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন বলছে, ‘হে আল্লাহ, ধন্যবাদ তোমাকে…তোমরা ভাবছ, আমরা ছেড়ে দেব? না! আল্লাহর ইচ্ছায় আমরা টিকে থাকব।
বুধবার সকালে পার্লামেন্ট ভবন ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিতে জোড়া সন্ত্রাসী হামলায় আক্রান্ত হয় তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার মতে, এসব হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পার্লামেন্টের একটি সেশন চলাকালে হামলাকারীরা নারীদের পোশাক পরে ভবনে ঢুকে যায়। হামলার পাঁচ ঘণ্টা পর বিকেলে পার্লামেন্ট ভবনে চার হামলাকারীকে ঘিরে হত্যা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তেহরানের গভর্নর জানিয়েছেন, হামলাকারীদের একজন নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির সমাধিতে গুলিতে নিহত হয়েছে আরেক হামলাকারী।
ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয় জানায়, তেহরানে তৃতীয় হামলার পরিকল্পনাকার ‘সংঘবদ্ধ সন্ত্রাসী’দের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কী ধরনের পরিকল্পনা করা হয়েছিল, সে সম্বন্ধে কিছু জানায়নি মন্ত্রণালয়টি।
ইরানের রাজধানীতে সন্ত্রাসী হামলার ঘটনা বিরল। দেশটির মাটিতে আইএসের দাবীকৃত হামলার ঘটনা এটাই প্রথম।

দি ইনডিপেনডেন্ট