লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে আহত বাংলাদেশির মৃত্যু
লিবিয়ায় গ্যাস বিস্ফোরণে আহত এক বাংলাদেশি মারা গেছেন। নিহত হায়দার আলী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
গতকাল সোমবার রাতে লিবিয়ার ত্রিপোলির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার মারা যান বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
হায়দারের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে বাসায় রান্না করার সময় হায়দার আলী গ্যাসের বিস্ফোরণে আহত হন। এ সময় হায়দার আলীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

অনলাইন ডেস্ক