২৪ দিন পর অনশন ভাঙছেন আলেক্সি নাভালনি
রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সি নাভালনি কারাগারে অনশন ভাঙছেন বলে ঘোষণা দিয়েছেন। ২৪ দিন ধরে অনশন চালানোর পর শুক্রবার খাবার গ্রহণে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচক। খবর বিবিসির।
অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা তাঁকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন। গত ৩১ মার্চ থেকে নাভালনি আরো ভাল চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন।
ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুবার দেখে গেছেন এবং ‘অবস্থার উন্নতির প্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি।’ এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও যোগ করেন তিনি।
এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরো অনশন তাঁর গুরুতর ক্ষতি করবে এবং তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।
সাইবেরিয়ায় স্নায়ু বিকলকারী বিষ প্রয়োগে আক্রান্ত হয়ে নাভালনি বার্লিনে চিকিৎসা নিচ্ছিলেন। এ ঘটনায় তিনি কোমায় চলে গিয়েছিলেন। গত জানুয়ারিতে সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক