শীতকালে ‘কে-টু’ জয় করে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
ইতিহাস গড়েছে নেপালের ১০ পর্বতারোহীর একটি দল। পর্বতারোহণের ইতিহাসে শীতকালে এই প্রথম বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ ‘কে-টু’-তে আরোহণ করে এত দিনের অসম্ভবকে সম্ভব করে দেখালেন তাঁরা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দলটির সদস্য পর্বতারোহী নিমসদাই পূরজা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁরা পর্বতশীর্ষে পৌঁছান।
তাঁদের মতো সাফল্য পাওয়ার আশায় আরো বহু পর্বতারোহী এখন আট হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উচ্চতার এই পবর্তটির বিভিন্ন অংশে আছেন বলে জানিয়েছে বিবিসি।
কিন্তু এদের মধ্যে একজন স্পেনীয় পর্বতারোহী শনিবার বেইস ক্যাম্পে ফিরে আসার সময় পিছলে নিচে পড়ে নিহত হয়েছেন।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে মাত্র ২০০ মিটার কম উচ্চতার কে-টু পাকিস্তান-চীন সীমান্তজুড়ে দাঁড়িয়ে থাকা কারাকোরাম পর্বতমালার একটি অংশ।
আট হাজার মিটার থেকে উঁচু মাত্র ১৪টি পর্বতের মধ্যে এটি একটি। বিশ্বের বহু পর্বতারোহী শীতকালে এটি জয় করার বাসনা পোষণ করেন। শীতে সব পর্বতের মধ্যে এটির চাহিদাই সর্বোচ্চ পর্যায়ে থাকে বলে মনে করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক