যুদ্ধংদেহী অবস্থান থেকে না সরলে পাল্টা ব্যবস্থা, যুক্তরাজ্যকে রাশিয়ার হুঁশিয়ারি
লন্ডনে রাশিয়ার দূতাবাস। ফাইল ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, লন্ডনকে অন্যায় যুদ্ধং দেহী অবস্থান পরিবর্তন করতে হবে, নইলে শত্রুতাপূর্ণ তৎপরতার জন্য মস্কোর পালটা ব্যবস্থার মুখে পড়তে হবে। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
লন্ডনে অবস্থিত রাশিয়ার দূতাবাস গতকাল শনিবার এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে বলেছে, ‘আমরা আবারও ব্রিটিশ নেতাদের আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় আগ্রাসীমূলক অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তা এমন একটা প্রক্রিয়ায় ফেলা হয়েছে—যার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো শত্রুতাপূর্ণ কাজের বিরুদ্ধে সমান ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক