প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট
সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবলেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ। পূর্ববর্তী একটি দ্বন্দ্বের সূত্র ধরে প্রেসিডেন্ট মোহামেদ প্রধানমন্ত্রী রোবলেকে বরখাস্ত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট মোহামেদ বলেছেন, জালিয়াতি করে জমি অধিগ্রহণ করার অভিযোগের তদন্তে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করায় তাঁকে বরখাস্ত করে তাঁর ক্ষমতাও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে দেশটির সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
মোহামেদ ও রোবলের মধ্যে চলা বিরোধের কারণে সোমালিয়ায় কয়েক মাস ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই বিরোধ আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে চলা লড়াই থেকে সরকারের মনোযোগ সরে যাওয়ার ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য বিশ্লেষকদের।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, একজন আরেকজনের বিরুদ্ধে পার্লামেন্ট নির্বাচন ঠেকিয়ে রাখার অভিযোগ করার পরদিন রোবলেকে বরখাস্ত করলেন মোহামেদ।
মোহামেদ আরও জানিয়েছেন, তিনি মেরিন বাহিনীর কমান্ডার জেনারেল আবদিহাকিম মোহামেদ দিরিরকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য দিরির বা তাঁর মুখপাত্রের সঙ্গে রয়টার্স তাৎক্ষণিভাবে যোগাযোগ করতে পারেনি।

এনটিভি অনলাইন ডেস্ক