উত্তর আয়ারল্যান্ড কেন ব্রিটেনের হুমকি, যা বলল এম১৫
আয়ারল্যান্ড আলাদা হলেও এখনও উত্তর আয়ারল্যান্ড ব্রিটেনের সঙ্গেই রয়েছে। এমনকি, যুক্তরাজ্যের সাংবিধানিক নাম ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। চারটা ভিন্ন ভিন্ন জাতি জোড়া লেগে তবেই এই দেশ। অথচ, সম্প্রতি বছরগুলোতে উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ওপর হামলা বেড়েছে; দ্বীপবেষ্টিত রাষ্ট্রটিতে আগের তুলনায় বেড়েছে ঘরোয়া সন্ত্রাসবাদ। এ তথ্য জানিয়েছে খোদ যুক্তরাজ্যের আন্তগোয়েন্দা সংস্থা এম১৫। আজ মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি বলছে, উত্তর আয়ারল্যান্ডে ঘেরোয়া সন্ত্রাসবাদ বেড়েছে বলে জানিয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম১৫। আগের ক্যাটাগরি থেকে সরিয়ে রাষ্ট্রটির সন্ত্রাসবাদকে ‘গুরুত্বর’ ক্যাটাগরিতে ফেলানো হয়েছে।
সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ওপর বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। এরপরেই তাদের ক্যাটাগরিতে পরিবর্তন আনা হয়েছে। ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের শান্তি চুক্তির ২৫তম বার্ষিকীর ঠিক আগ মুহূর্তেই এই বিষয়টি সামনে এলো।
তিন দশকের সহিংসতা বন্ধে ১৯৯৮ সালে শান্তি চুক্তি হয়। এটির ২৫তম বার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডে একত্রিত হওয়ার কথা রয়েছে বিশ্ব নেতাদের। এতে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। অংশ নেওয়ার নিমন্ত্রণ গ্রহণ করে বাইডেন বলেছেন, ‘আগামী এপ্রিলে উত্তর আয়ারল্যান্ডের শান্তি চুক্তি সম্পর্কিত অনুষ্ঠানে আমি, হিলারি ক্লিনটন ও বিল উপস্থিত থাকব।’
উত্তর আয়ারল্যান্ড বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ক্রিস হেটন-হ্যারিস এক বিবৃতিতে বলেছেন, ‘দেশটির জনগণকে সতর্ক থাকতে হবে। তবে, আতঙ্কিত হওয়া যাবে না। আপনাদের আশেপাশে যেকোনো ঘটনা ঘটলে পুলিশকে জানান।’
ব্রিটিশ সরকার বলছে, সাম্প্রতিক সময়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। শান্তি চুক্তির বার্ষিকীর সঙ্গে এটির কোনো সম্পকৃতা নেই।
২০১০ সালে প্রথমবারের মতো উত্তর আয়ারল্যান্ডকে ক্যাটাগরিতে যুক্ত করা হয়। ওই সময় থেকে গুরুত্বর ক্যাটাগরিতেই ছিল দেশটির অবস্থান। শুধুমাত্র ২০২২ সালে এটি কমানো হয়।
উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের চিফ কনস্টেবল সাইমন বাইর্ন বলেছেন, আমাদের কর্মকর্তারা মানুষকে সুরক্ষা দেওয়া থেকে পিছু হটবে না।

এনটিভি অনলাইন ডেস্ক