আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষে নিহত ১০০
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষে বেসামারিক নাগরিকসহ প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি এলাকার ছিটমহলটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও ১৯৯৪ সালে একটি যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এটি আর্মেনিয়ানরা দখল করে রয়েছে।
স্বঘোষিত প্রজাতন্ত্র আর্মেনিয়া বলছে, গত রোববার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে তাদের ৮৪ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেসামারিক অনেক নাগরিকও মারা গেছে।
এদিকে, আজারবাইজান তাদের কতজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে, সেটা নিশ্চিত না করলেও সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল থেকে সংঘর্ষটি তিন দিন আগে শুরু হলেও এটি এখন নানাদিকে ছড়িয়ে পড়ছে।
মঙ্গলবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব আর্মেনিয়ান শহর ভার্ডেনিসে একটি যাত্রীবাহী বাস আজারবাইজানীয় একটি ড্রোনের হামলার শিকার হয়। তবে তাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আজারবাইজান জানিয়েছিল, আজারবাইজানে আর্মেনিয়ান গোলাগুলিতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর পর সোমবার আরো দুজন আজারবাইজানের নাগরিক নিহত হয়েছে।
২০১৬ সালের পর বিতর্কিত অঞ্চলটিতে এবারে সবচেয়ে বড় সংঘর্ষ সংঘটিত হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক