ফেসবুকে অস্ট্রেলীয়দের নিউজ শেয়ার বন্ধের হুমকি
নিউজ আর্টিকেল শেয়ার করা নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অস্ট্রেলিয়ার সরকার পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের নিউজ শেয়ার করার অপশনটি ব্লক করার হুমকিও দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ডয়েচে ভেলে ও বিবিসিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার জানায়, গণমাধ্যমের নিউজ আর্টিকেল ব্যবহার ও রিপোস্ট হওয়া কনটেন্টের জন্য সেসব প্রতিষ্ঠানকে ডিজিটাল জায়ান্ট ফেসবুক ও গুগলের অর্থ পরিশোধ করা উচিত। শুধু তা-ই নয়, এর জন্য একটি আইন প্রণয়নের চিন্তাও করছে অস্ট্রেলিয়া।
পক্ষান্তরে সরকারের এমন বক্তব্যের পর অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের নিউজ শেয়ার করার অপশনটি ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এক ব্লগ পোস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুক শাখার ব্যবস্থাপনা পরিচালক উইল ইস্টন এমন হুমকি দিয়েছেন।
উইল ইস্টন বলেন, ‘প্রস্তাবটি যদি আইনে পরিণত হয়, তবে আমরা অস্ট্রেলিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক সব নিউজ শেয়ার করার অপশনটি বন্ধ করে দেব।’
ফেসবুকের এমন হুমকির পর অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী পল ফ্লেচার সাফ জানিয়ে দিয়েছেন, ফেসবুকের হুমকিতে তাঁর সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।

ফিচার ডেস্ক