মোবাইল ফোন আমদানিতে শুল্ক আরও কমল, কত কমতে পারে দাম
মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতার নাগালের মধ্যে রাখতে মোবাইল ফোন ও মোবাইল ফোন উপকরণ আমদানিতে শুল্ক আরও কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমছে বলে জানিয়ে এনবিআর।
এছাড়া শুল্ক হ্রাসের ফলে যেন দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মোবাইল ফোন উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ কমেছে বলে জানিয়েছে এনবিআর।
কত কমতে পারে মোবাইল ফোনের দাম
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শুল্ক কমানোর এ সিদ্ধান্তের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমতে পারে।
এছাড়া পাশাপাশি দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমতে পারে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আশা, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।

এনটিভি অনলাইন ডেস্ক