বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তে শরিফুলের প্রতিক্রিয়া
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি না মানায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন সুতোর ওপর ঝুলছে। দেশের ক্রিকেটের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিসিবির কঠোর অবস্থানকে সমর্থন জানালেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা পেসার শরিফুল ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পর্দা নেমেছে বিপিএলের দ্বাদশ আসরের। ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে রানারআপ হয়েছে শরিফুলের দল চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে শরিফুল বিসিবির সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
বাঁ-হাতি এই পেসার বলেন, ‘বিশ্বকাপে যাওয়া হচ্ছে না বা আমরা যাচ্ছি না—এটি পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। বিসিবি আমাদের অভিভাবক, তারা আমাদের মঙ্গলের জন্যই যেকোনো সিদ্ধান্ত নেন। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা সাধুবাদ জানাই।’
বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর আক্ষেপ থাকলেও বোর্ডের সিদ্ধান্তের বাইরে কিছু বলতে চান না এই বোলার। তিনি আরও বলেন, ‘আমরা সবসময় মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখন ভবিষ্যতে কী হবে জানি না, তাই এ নিয়ে আর কথা না বলাই ভালো।’
হারলেও এবারের বিপিএল ব্যক্তিগতভাবে শরিফুলের জন্য ছিল রেকর্ডময়। পুরো টুর্নামেন্টে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে তিনি আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। একই সঙ্গে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন।
এর আগে গত আসরে ২৫ উইকেট শিকার করে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এই পেসার।

স্পোর্টস ডেস্ক