টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী
টস করছেন দুই অধিনায়ক। ছবি : রাজশাহী ওয়ারিয়র্স
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী। দুই দলই মাঠে নামছে জয়ের খোঁজে।
আসরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল রাজশাহী। তবে, মুখ থুবড়ে পড়ে দ্বিতীয় ম্যাচে।ঢাকা ক্যাপিটালসের সামনে দাঁড়াতেই পারেননি শান্ত-মুশফিকরা। দুই ম্যাচে রাজশাহীর জয় একটিতে।
অন্যদিকে, নোয়াখালী হেরেছে দুটিতেই। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস একপ্রকার উড়িয়ে দিয়েছিল দলটিকে। সিলেট টাইটান্সের সঙ্গে দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়েছিল দলটি। শেষ বলে গিয়ে এক উইকেটের নাটকীয় হার জোটে নোয়াখালীর কপালে।
আজকের ম্যাচটি তাই দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। জিতলে আত্মবিশ্বাস ফিরে পাবে, হারলে যাতে ভাটা পড়বে আরেকবার।

স্পোর্টস ডেস্ক